আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
তিনি এক শোক বার্তায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়ে মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতবাসী করেন এমন দোয়া করেছেন। এছাড়াও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
উল্লেখ্য, শনিবার রাত অনুমানিক ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।