আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সমবায়ীদের পাঁচ দিনব্যাপী আাইজিএ (আধুনিক পদ্ধতিতে চিংড়ীচাষ) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলার সমবায়ীবৃন্দের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান।
উপজেলা সমবায় অফিসার করিমুল হক এর সভাপতিত্বে ও জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক আশরাফ আলীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারি পরিদর্শক রমেন্দু বাছাড়, অফিস সহকারি তানভীর হোসেন প্রমূখ। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।