নিজস্ব প্রতিবেদন: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা বাজারের প্রজ্ঞা ইলেকট্রনিক্স থেকে আজ সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত ২৬টি পদ্ম গোখরো সাপের বাচ্চা পাওয়া গেছে।
প্রজ্ঞা ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী প্রদীপ রায় ( লালন) বাংলাদেশ টাইমসকে জামান তিনি আজ সকালে দোকান খোলার কিছু সময় পর দোকানে এক কোণায় দুটি পদ্ম গোখরো সাপ দেখতে পান।
এরপর তিনি পার্শ্ববর্তী দোকানদারদের বললে, সকলেই সাপুড়ে নিয়ে আসার কথা বলেন। পরবর্তীতে পার্শ্ববর্তী এক সাপুড়ে এসে দোকানের মেঝের নিচে থেকে ২৬ টি পদ্ম গোখরো সাপের বাচ্চা উদ্ধার করেন।
তবে মা সাপটি খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য যে মাস দুয়েক আগেও প্রজ্ঞা ইলেকট্রনিক্সে পদ্ম গোখরো সাপ পাওয়া গিয়েছিল।