বিশেষ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার মধ্যে তিন দিনে বেনাপোল বন্দর দিয়ে ৫০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস।
এ সময় তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুগাপূজা উপলক্ষে সরকার ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। যার মধ্যে আজ ৩৯টি ট্রাকে ২০২ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশ রয়েছে।