বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের এক চৌকস, সাহসী এবং জনবান্ধব কর্মকর্তা এএসআই পিয়ারুল ইসলাম মাদকের বিরুদ্ধে অভিযানকালে জীবন উৎসর্গ করেছেন। গতকাল ২৪/০৯/২১ রংপুর মেট্রোপলিটন অন্তর্গত হারাগাছ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে কর্তব্য পালনকালে কুখ্যাত মাদকসেবী ও ব্যবসায়ী পারভেজ রহমান পলাশ (২৬)-কে আটক করতে গেলে মাদক ব্যাবসায়ী পলাশ তার নিকটে থাকা ধারালো চাকু দিয়ে এএসআই পিয়ারুলকে উপর্যুপরি আঘাত করে।
এ এস আই পিয়ারুল গুরুতর আহত অবস্থায়ও আসামিকে ছেড়ে না দিয়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। অপারেশন করার পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং ২৫/০৯/২০২১ তারিখ ১১:১৭ ঘটিকায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
পেয়ারুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার রতি গ্ৰামের জনাব আব্দুর রহমানের পুত্র। তিনি ২০১১ সালে পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে পিয়ারুল দুটি শিশু সন্তান, স্ত্রী, পিতা মাতা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
এ ব্যাপারে ঘাতকের বিরুদ্ধে মামলা হয়েছে।সাহসী এবং চৌকস পুলিশ কর্মকর্তা পিয়ারুলের অকাল মৃত্যুতে পুলিশ বিভাগের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। প্রিয় সহকর্মী পিয়ারুলের অকাল মৃত্যুেতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহযোদ্ধারা।