আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাব নির্বাচনে বিজয়ী কর্মকর্তাদের অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার (সম্মেলন প্রস্তুতি কমিটি) পক্ষ থেকে এ অভিনন্দন জ্ঞাপন করা হয়। ২২ সেপ্টেম্বর আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এস এম আহসান হাবিব, সিনিঃ সহ-সভাপতি পদে আব্দুল আলিম, সাধারণ সম্পাদক পদে এস কে হাসান, যুগ্ম সম্পাদক পদে মুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক পদে আকাশ হোসেন ও অর্থ সম্পাদক পদে এম এম নূর আলম নির্বাচিন হন।
নব নির্বাচিত কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন ও তাদের দায়িত্বকালে সফল ও সুষ্ঠু ভাবে প্রেসক্লাব পরিচালনা হোক সে কামনা করে বিবৃতি দিয়েছেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও কৃষকলীগ আহবায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী, সদস্য সচিব মতিলাল সরকার, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবি, হারুন উর রশিদ, প্রভাষক দঅপঙ্কর বাছাড়, গোলাম কুদ্দুছ ময়না, কৃষকলীগের নেতাকর্মী বদরুদ্দোজা সানা, জবেদ আলী, ফজল মাহমুদ তুহিন, আসাদুল ইসলাম ফকির, ফারুক হোসেন সানা, সালাহউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আবু হাসান, তারিকুল ইসলাম, রবিউল ইসলাম বাদশা, অভিজিত সানা, কনক চন্দ্র সরকার, মুক্তি মাহমুদ, রুহুল কুদ্দুছ, শহিদুল ইসলাম প্রমুখ।