আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে এ্যালামনাই এসোসিয়েশানের পক্ষে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আশাশুনি আলিয়া মাদরাসার ছাত্রছাত্রীদের মাঝে আশাশুনি সরকারি কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় এ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।