বিশেষ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সিটি কলেজে কতৃক বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উক্ত কলেজে এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের মানুষকে গাছ লাগানোর জন্য সব সময় উদ্বুদ্ধ করেন। এরই ধারাবাহিকতায় আমি আমার কলেজ তথা সাতক্ষীরা সিটি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের সবাইকে গাছ লাগানোয় মনোযোগী করার জন্য আমার নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছি।
এ সময় তিনি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের পরিবারকে বাড়ির আঙ্গিনায় কমপক্ষে ২টি করে গাছ লাগানোর আহবান জানান। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনকালে এ সময় উক্ত কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, প্রভাষক পবিত্র কুমার মন্ডল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।