আনোয়ারা প্রতিনিধি: সারাদেশের মত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকার উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ৭নং সদর ইউনিয়ন পরিষদে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান অসীম কুমার দেব।
এই সময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস চৌধুরী, ইউপি সদস্য মিন্টু কুমার শীল , উত্তম দত্ত, মিনাল কান্তি দে, মিলকী চৌধুরী,লিটন সিকদার, মোহাম্মদ নিজাম উদ্দিন,অচ্যুত শীল রনি, মোহাম্মদ মোকতার হোসেন, মোহাম্মদ আবু সৈয়দ, আবদু সালাম, মৌসুমী আইচ, মিনু রানী দত্তসহ প্রমূখ।
এই সময় চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বিশ্বে বাংলাদেশ সম্মানজনক অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। সকাল থেকেই আমরা সুশৃঙ্খলভাবে কার্যক্রম চালাচ্ছি। এই দফায় ইউনিয়নে মোট ১৫০০ সদস্য সিনোফার্ম টিকা পাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্র জানায়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নে কোভিড-১৯ এর ১ম ডোজ ভ্যাকসিন ১৬ হাজার৫০০ ব্যক্তিকে প্রদান করা হবে। প্রতি ইউনিয়নে ১৫০০ জনকে এই টিকা দেয়া হয়।