আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়ায় খ্রিস্টান ধর্মালম্বী জনগোষ্ঠীর সর্ববৃহৎ ক্যাথলিক মিশন কবরস্থানে চ্যাপেল গির্জা (প্রার্থনার ঘর) পুনঃ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এ পুনঃ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। মিশন কবরস্থানে প্রার্থনা উপযোগী কোন ঘর ছিল না। জরাজীর্ণ পাকা চাতালের উপরে প্রার্থনা করা হত।
খ্রিস্টান ধর্মাবলম্বী ভক্তবৃন্দের দাবির প্রেক্ষিতে নতুন করে প্রার্থনা উপযোগী গীর্জা ঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে ৪নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী সাংবাদিক এস এম শরিফুল ইসলাম মিশন প্রধান রেভারেন্ট ফাঃ ফিলিপ মন্ডল এর কাছে চ্যাপেল গির্জা ঘর নির্মাণের জন্য ইট প্রদান করেন। এরই ধারাবাহিকতায় সোমবার পুনঃ নির্মাণ কাজ শুরু হয়।
পুনঃ নির্মাণ কাজ উদ্বোধনকালে এসময় বড়দল খ্রিস্টান ফেডারেশনের সাবেক সভাপতি পিউস কান্তি হালদার, মনোরঞ্জন মন্ডল, খোকন মন্ডল, লুকাস মন্ডল, জগদিশ, মন্টু মিস্ত্রি, প্রবীর, কালিপদ মন্ডল, মন্টু মন্ডল, রবীন্দ্র মন্ডল, কমলেশ মন্ডল, হাবিবুর রহমান, মাসুদ বিশ্বাসসহ এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ভক্তবৃন্দ এবং সচেতন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের জনগণ উপস্থিত ছিলেন।