আশাশুনি প্রতিনিধি: আশাশুনি টু সাতক্ষীরা সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩.২০ মিনিটে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুল্যা সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ঐ নারীর নাম জাহানারা খাতুন (৬০) সে দেবহাটা উপজেলার বিল শিমুলবাড়িয়া গ্রামের আবুল সরকারের স্ত্রী।
সরেজমিন গিয়ে ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাহানারা খাতুন তার জামাইয়ের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার সুকদেবপুর থেকে তার নাতি মাসুদ রানার ইঞ্জিনভ্যান (খাটবডি) তে করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো জ-৪-০০০২ যাত্রীবাহী মিনিবাসের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলে সে নিহত হয়।
ভ্যান চলক মাসুদ রানা গুরুতর আহত হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ সময় বাসচালক পুরোহিতপুর গ্রামের হযরত আলী বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাস্থলে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি টিম ও আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ থানা হেফাজতে নেন।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে। ইতিমধ্যে বাসটাকে আমরা আটক করেছি। পরবর্তীতে আইনী প্রক্রিয়া অনুযায়ী লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।