আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২১ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী ছাইফুল ইসলাম, সহকারি মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান আবম মোসাদ্দেক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, নব-নির্বাচিত সভাপতি এসএম আহসান হাবীব, সাধারন সম্পাদক এসকে হাসান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সমদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, সার্ভেয়ার অমল কান্তি ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।