আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে পয়ঃ নিস্কাশন নালায় পা ধুতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের বেউলা লম্বাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
বেউলা লম্বাডাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম সরদারের পুত্র বেউলা ওছমানিয়া দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ (৭) বুধবার ভোরে প্রাইভেট পড়তে পাশে শিক্ষাকের বাড়িতে গিয়েছিল। পড়া শেষে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ও পিঠে বড় বইয়ের ব্যাগ ঝুলিয়ে বাড়িতে ফিরছিল। ঘটনাস্থলে পৌছে সে নালার পা ধুতে গেলে পা পিছলে পড়ে যায়।
মুখ থুবড়ে পড়ায় পিঠে ব্যাগের চাপ ও ছাতায় ঢেকে গেলে সে আর উঠতে পারেনি। অন্য ছেলেরা কয়েক মিনিট পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিলে তার দেহ নিথর দেখে ডাক্তার ডাকলের প্রাণে ফিরে পায়নি। ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিতামাতার দু’টি সন্তানের একজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।