নিজস্ব প্রতিবেদক: দৈনিক মানবজমিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল দৈনিক সমাজের আলো সম্পাদক সাংবাদিক ইয়ারবের নামে করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি চেয়েছেন দৈনিক বাংলাদেশ টাইমস এর সম্পাদক সুমন ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব দাস সহ সকল কর্মকর্তা, প্রতিনিধি এবং কলাকুশলীবৃন্দ।
এই মিথ্যা মামলায় তাকে গতকাল নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইয়ারব হোসেন ২০১৩ সালে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সহিংস তান্ডবে গুরুতর আহত হন এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। তিনি মস্তিস্ক ও হৃদরোগসহ নানান জটিলতায় দীর্ঘমেয়াদীকাল চিকিৎসাধীন রয়েছেন। ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য দুই লাখ টাকার সহায়তা প্রদান করেন। এছাড়াও সাংবাদিক ইয়ারব হোসেন কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাক্ষী হিসেবে সাহসিকতার সাথে স্বাক্ষ্য প্রদান করেন।