আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষকলীগের আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মতিলাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা রাখেন, রবিউল ইসলাম রবি, গোলাম কুদ্দুছ ময়না, আবু হেনা মোস্তফা কামাল, তারিকুল ইসলাম, রবিউল ইসলাম বাদশা, রবিউল ইসলাম সবুজ, সালা উদ্দিন, আছাদুল ইসলাম ফকির, আজমীর হোসেন নয়ন প্রমুখ। আলোচনা সভা শেষে মানীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুাস্থ্য কামনা এবং জাতির পিতাসহ শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, অবঃ সেনা সদস্য রবিউল ইসলাম বাদশা।