আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় কন্যাশিশু দিবস’২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে ও প্রশিক্ষক সারমিন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, নব-নির্বাচিত সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এসকে হাসান, আশাশুনি গার্লস হাই স্কুলের অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ। বক্তাগণ “আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা রাখেন।