আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জলাবদ্ধ নিরসন ও পানি নিস্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ নেটপাটা ও জাল অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুল্যা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোার্ট পরিচালনাকালে হামকুড়া নদী, খেজুরডাঙ্গা নদী, মোকামখালী নদী, সৈয়দপুর ট্রাস্ট, রামশালিকের বাকসহ বিভিন্ন নদী ও জলমহালে বাঁশের পাইলিং করে আড়াআড়িভাবে মাটির বস্তা ফেলে নেটপাটা ও বেহুন্দি জাল দিয়ে পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী নেটপাটা ও জাল অপসারণ করেন। সাথে সাথে যারা এ কাজের সাথে জড়িত তাদেরকে দ্রুত নেটপাটা জাল অপসারনের নির্দেশ প্রদান করা হয়। পরে মোকামখালী স্লুইচ গেট পরিদর্শন করেন। গেটের মুখে পলি জমে উচু হয়ে যাওয়ায় ঠিকভাবে পানি নিস্কাশন হচ্ছেনা। পলি ও ভরাট হওয়া মাটি কেটে গেটের মুখ পরিস্কার করার জন্য এলাকাবাসী জোর দাবী জানান। এছাড়া বিভিন্ন খাল ও জলমহাল উন্মুক্ত করার দাবী জানান হয়। এসময় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার, পুলিশ সদস্য, ইউপি সদদস্যবৃন্দ ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।