স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলায় বুড়াখারাটি ইয়াং ক্লাবের আয়োজনে ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত। বিকাল ৪টায় বুড়াখারাটি বালির মাঠে খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীউলা ইউপি প্যানেল চেয়ারম্যান আকতার হোসেন।
খেলায় একদিকে ছিলো বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশীপ ক্লাব অপর দিকে নাকতাড়া যুব সংঘ। এ সময় উপস্তিত ছিলেন ইউপি সদ্স্য ইয়াছিন আলি,খেলায় সম্নানিত অতিথি হিসাবে উপস্তিত ছিলেন শিক্ষক ও চেয়ারম্যান পত্নী শাহনাজ নাজনীন ঝর্ণা, খাজরা ইউনিয়ন পরিষদের ৬নং ওর্য়াড ইউপি সদ্স্য সাইফুল ইসলাম বাচ্চু, সাবেক ইউপি সদ্স্য স্বপন মন্ডল, বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক আলম হোসেন,বাজার বণিক সমতির সম্পাদক জুলফিকার আলি বাদল।
খেলায় রেফারী দায়িত্ব পালন করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান মল্ল্যা খেলায় বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ ক্লাব গোলে নাকতাড়া যুব সংঘ টাইব্রেকারে ১-০ গোলে বকচর রেডেয়েন্স এন্ড ফ্রেন্ডসশীপ ক্লাবেকে পরাজিত করে জয় লাভ করে। হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।