1. admin@dainikbangladeshtimes.com : rony :
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদ সভাপতির জন্মদিন পালিত নলতায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন এর আয়োজনে খামার  দিবস পালন করেন পাটকেলঘাটায় মোটর ভ্যান  ইমাদ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে  ভ্যান চালক নিহত। পাটকেলঘাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আমলকি খাবেন কেন? ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ধাক্কায় পথচারীর নিহত। ডিবি থেকে হারুনকে বদলি পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা সমাধানে পরিদর্শন করলেন এমপি ফিরোজ আহমেদ স্বপন “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ পাটকেলঘাটায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪

আশাশুনিতে অসহায় পরিবারবর্গকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র

এম এম নুর আলম ।।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুরে বংশ পরম্পরায় শতাধিক বছরের ভিটেবাড়িতে বসবাসকারীদের উচ্ছেদে ঘড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। ঘরবাড়ি বেধে বসবাসকারী পরিবারগুলো সেখানে বসবাস করেন না মর্মে তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করে ষড়যন্ত্রের শিকার আমিনদ্দিন দিং প্রশাসন ও আইন আদালতের সহযোগিতা কামনা করেছেন।

শ্রীধরপুর গ্রামের মৃত জরিপ ঢালীর পুত্র আনার আলী, আমিনদ্দিন, আঃ মাজেদ, আনিছুর রহমান ১৫৩ নং খতিয়ানে এসএ ৩২৬ ও ৩২৭ দাগে হাল ৬৫ ও ১০৩ নং খতিয়ানে বিলান ও বাড়ী শ্রেণির ১৯ শতক জমি তাদের দাদা, পিতার ভোগদখলীয় ও বংশ পরম্পরায় শতাধিক বছর তারা ঘরবাড়ি বেধে বসবাস করে আসছেন। জমি তাদের নামে রেকর্ড ও চেকদাখিলাও কেটে আসছেন। তাদের চাচাত বোন মৃত মাদার ঢালীর কন্যা অরুনা খাতুন তার প্রাপ্য অংশ ২ শতক ও তার ৩ ভাই ও মা তাদের অংশসহ মোট সোয়া ৮ শতক জমি আনার ঢালী দিংকে ১৬/৬/৯০ তাং ৪৪১৬ নং দলিলে রেজিঃ করে দেন।

তাদের এখনো ১১ শতক জমি আছে যেখানে তারা বসবাস করেন। আনার দিং তাদের ক্রয়কৃত জমিসহ পৈত্রিক ১৯ শতক জমিতে বংশ পরম্পরায় শতাধিক বছর ঘরবাড়ি বেধে বসবাস করে আসছেন। অরুনা খাতুন বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি-১০২৮/২০ (আশা) ১৪৫ ধারা মামলা করেন। তদন্তভার পেয়ে আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) অফিসের কানুনগো তদন্ত প্রতিবেদন প্রদান করেন ৯/২/২১ তাং। বিবাদী আমিনদ্দিন গং অভিযোগ করেন, আমরা আমাদের ভোগদখলীয় জমিতে বসবাস করে আসছি।

বাদী আমাদেরকে উচ্ছেদ করতে নানাভাবে ঘড়যন্ত্র করে আসছে। এনিয়ে ১৪৫ ধারা মামলা করলে তদন্ত প্রতিবেদনে সেখানে আমাদের বসবাসের ঘরবাড়িসহ প্রয়োজনীয় সবকিছু থাকা স্বত্তেও মামলাভুক্ত দাগের জমিতে বিবাদী গংদের আদৌ কোন দখল নাই উল্লেখ করা হয়েছে। আমাদের দখল না থাকলে কেনই বা মামলা হলো? কেনই বা আদালতে দেং ১১২/৯৫ নং স্বত্ব মামলা এবং ১৩৬৯/১৭ নং সার্ভে ট্রাইব্যুনাল মামলা হলো।

এব্যাপারে স্থানীয় আ’লীগ নেতাসহ প্রতিবেশীরা জানান, আমিনদ্দী দিং বৈধভাবে ভিটেবাড়িতে বসবাস করে আসছে। তাদের আদৌ কোন দখল নাই কথা সঠিক নয়। পঙ্গু আমিনদ্দী দিং খুবই অসহায়, তারা দিন আনা দিন খাওয়া সংসার। তাদের প্রতি আইন আদালতের সুদৃষ্টি কামনা করেন তারা।

এই সংবাদ টি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
আমাদের এই খানে প্রকাশিত সংবাদ সম্পুর্ন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া। কোনো প্রকার মিথ্যা নিউজ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সম্পুর্ন দায়ী থাকবে নিউজ প্রেরণ কারী সাংবাদিক।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!