আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম মোল্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এস কে হাসান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সভায় জানানো হয় আইডি কার্ডের জন্ম তারিখের কমবেশি করানোর ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি, এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের বয়স এবং টিকা কার্ডের বয়স উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সত্যায়িতসহ জমা দিতে হবে। এছাড়া জন্ম নিবন্ধন কার্যক্রমের নিয়ম, সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।