শিহাবুজ্জামন,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার
আশাশুনি উপজেলার চাপড়ায় পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদ এর প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মসজিদের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
এ সময় তিনি মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে মুসল্লিদের সাথে কথা বলেন ও মসজিদের উন্নয়নকল্পে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, মসজিদের ইমাম হাফেজ ওয়ায়েস কুরুনি, কাদাকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আসিফ ইকবাল রিপন, মুসল্লী আরিফুল ইসলাম, শরীফুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।