আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটিতে সড়ক দূর্ঘটনায় এক ব্যাটারী চালিত ভ্যান চালক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাদাকাটি বাজারের ব্রীজের উপর এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া শেখপাড়া এলাকার মৃত মোহর আলী শেখ এর ছেলে আমানউল্লাহ (৫৫) তার ভাড়ায় চালিত মোটর ভ্যান নিয়ে কাদাকাটি বাজার ব্রীজের উপর বসে ছিলেন। এসময় দরগাহপুর-বাঁকা থেকে যাত্রীবাহী মিনিবাস (সাতক্ষীরা-জ-০৫-০০০৩) সাতক্ষীরার উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছে অন্য একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দিয়ে ব্রীজের উইং ওয়ালে চেপে দেয়। এতে ভ্যানটি সম্পূর্ণভাবে বিনষ্ট ও চালক আমান উল্লাহ গুরুতর আহত হন। তাকে সাথে সাথে এম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। এদিকে, বাসের ধাক্কায় ভ্যান ডুমড়ে মুচড়ে ব্রীজে উইং ওয়ালে নিয়ে আছড়ে ফেলে। এতে উইং ওয়ালে ফাটল ধরেছে। স্থানীয় জনতা সাতক্ষীরার খড়িবিলা এলাকার আকবার সরদারের ছেলে বাসচালক বিল্লাল হোসেনসহ বাসটিকে আটক করেন। পরে বসাবসির সিদ্ধান্তের প্রেক্ষিতে বাসসহ চালকদেরকে ছেড়ে দেওয়া হয়।