এম এম নুর আলম,আশাশুনি উপজেলা প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুরে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের পক্ষে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দরগাহপুর ইউনিয়নের কালাবাগী বাজার চত্বরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিমের পক্ষে দরগাহপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউপি সদস্য মনিরুল ইসলাম এ স্বাস্থ্য সুরক্ষা বিতরন করেন।
এসময় ইউনিয়ন আ’লীগ নেতা সামছুর রহমান ঢালী, রাকিদুল ইসলাম, পঞ্চরাম গাইন, এমএম সাহেব আলী, ছাত্রলীগ সভাপতি রাহুল মন্ডল, বড়দল ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারন সম্পদক আবুল হোসেন রাজু, দরগাহপুর ইউনিয়ন ভূমিহীন সমিতির সহ-সভাপতি আলামিন হোসেন, সাধারন সম্পদক সিদ্দীক গাজী সহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।