বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের আটরই গ্রামে মায়ের ওপর অভিমান করে ফাহিমা সুলতানা পাখি (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। আজ রবিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ফাহিমা সুলতানা পাখি আটরই গ্রামের গরু ব্যাপারী জাহাঙ্গীর শেখের মেয়ে বলে জানা যায়। সে মধ্য আটরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
তার পরিবারের সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার রাতে রান্না করার সময় ফাহিমার মা তাকে ঘরের কাজে সহযোগিতা করতে বলেন। কিন্তু সে কাজে সাহায্য না করে পাশের বাড়িতে টিভি দেখতে চলে যায়। সেখান থেকে টিভি দেখে বাসায় আসলে তার মা তাকে একটু বকাবকি করেন বলে জানা যায়।
এতে করে মায়ের ওপর অভিমান করে ঘরে যেয়ে রশি দিয়ে আত্মহত্যা করেন সে। সেখান থেকে রহিমাকে উদ্ধার করে প্রাথমিকভাবে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান অবস্থার অবনতি হলে পরে তাকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এবং সেখানে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন বলে জানা যায়।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বিষয়টি আমরা এইমাত্র অভিযোগ পেলাম এবং ব্যবস্থা নিচ্ছি।