বিশেষ প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর থানার ভূলাপাতা একটি জনবহুল এলাকা ও হিন্দু অধ্যুষিত গ্রাম। বাংলাদেশের অনান্য জেলার বিভিন্ন গ্রামের ন্যায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রী শ্রী শারদীয়া দূর্গাপুজা -২০২১ অনুষ্ঠিত হচ্ছে ।ভূলাপাতা গ্রামবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় ১ম বারের মত এই শারদীয়া দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে ।ভূলাপাতা সার্ব্বজনীন দূর্গা মন্দিরটি অবস্থিত গ্রামের মধ্যভাগে ভূলাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সংলগ্নে।করোনা মহামারীর প্রাক্কালে সরকারের নির্দেশাবলী অনুসরণ করে পুরোহিত ,গ্রামবাসী ও স্বেচ্ছাসেবক লোকজন পূজার্চনা করছে।অএ উপজেলার থানা পুলিশ ও ফাঁড়ির পুলিশ এবং সরকারের আনছার বাহিনী নিয়মিত টহল কার্যক্রম অবাহ্যত রাখছে।গত ২৪ শে আশ্বিন ১৪২৮ বাংলা (১১ অক্টোবর -২০২১) থেকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হয়।অএ স্হানীয় আওয়ামী লীগের নেতাবৃদ্ব এই পূজাতে নিয়মিত খোঁজখবর রাখছেন।তারা হলেন- শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান ,ডাঃ মিনারা পারভিন ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ,নাদির মোল্যা ,চেয়ারম্যান ,
চলিশিয়া ইউনিয়ন পরিষদ ও ইউপি সদস্য, নাজমুল হুদা রাজু-৯ নং ওয়ার্ড ।পুজা পরিচালনা পরিষদের কার্যনিবাহি সদস্য রা হলেনঃ
সভাপতি এ্যাড.কংকন মন্ডল
সাধারণ সম্পাদক প্রবীর মন্ডল
কোষাধ্যক্ষ পংকজ হালদার
সাংগঠনিক সম্পাদক জয় প্রকাশ মন্ডল
সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক ,জ্যোতিময় মন্ডল,
প্রচার সসম্পাদক মিঠুন মন্ডল,
এছাড়া কার্যনিবার্হি সদস্য ও সন্মানিত উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন:-
সনাতন মন্ডল ,তুষার হালদার, শ্রীকান্ত বিশ্বাস, যতীন্দ্রনাথ মন্ডল, মাস্টার শীতল কান্তি মন্ডল ও অনান্যরা।
২৮ শে আশ্বিন ১৪২৮ বাংলা( ১৫ অক্টোবর -২০২১ ) মধ্য দিয়ে সমগ্র শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।