আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি হলদেপোতা ব্রীজ থেকে এ বাইচ প্রতিযোগিতায় নৌকা ছাড়া হয়। প্রতিযোগিতায় ৬টি নৌকা দল অংশ নেয়। নৌকাগুলো হলো, জয়মা দূর্গা খাসেররাবাদ (আশাশুনি), ষষ্টগ্রাম (সাতক্ষীরা), জয়মা কালী কুলপোতা-১ (তালা), জয়মাকালী কুলপোতা-২ (তালা), সোনার তরী পুইজালা (আশাশুনি) ও রাজমিস্ত্রী সংঘ, সাতক্ষীরা। সন্ধ্যা নামায় আলো স্বল্পতার জন্য প্রতিযোগিতা শেষ নামানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার বাকী বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। প্রতিযোগিতা চলাকালে ওসি (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ, সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এসকে হাসান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, বাংলা টিভি প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, সোহরাব হোসেন, কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ এলাকার বহু জনপ্রতিনিধি ও হাজার হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।