আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা শাকিল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বুধবার বিকালে বিশাল শোডাউন নিয়ে তিনি শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যায় নাকতাড়া কালিবাড়ী বাজারে এক নির্বাচনী পথ সভায় মিলিত হন। আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা কালামুজ্জামান এর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। এসময় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, ভাঙ্গন কবলিত শ্রীউলা ইউনিয়নের বানভাসি মানুষের পাশে থেকে দিনরাত কাজ করে বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করেছি। আমি সবসময় জনগণের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার “আমার গ্রাম, আমার শহর” গড়ার লক্ষ্যে কাজ করে চলেছি। সুতরাং আগামী নির্বাচনে আমি আবারো নৌকা প্রতীক পাবো এটা আমার দৃঢ় বিশ্বাস। এসময় তিনি আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। নির্বাচনী পথসভায় বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, আবু সাঈদ, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ঠিকাদার আব্দুস সালাম, ইউপি সদস্য আক্তার হোসেন, ইয়াসিন আলী, তহমিনা জোয়াদ্দার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্জয় কুমার মিশ্র, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ প্রমূখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।