শ্যামল বিশ্বাস,সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় শ্রীউলা ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকারি সহায়তার চাউল বিতরণ উদ্বোধন করেন শুক্রবার সকালে ১০ টায় ৭২নং নাকরাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ চাউল বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গরীব, অসহায়, দুস্থ মানুষের জন্য ১০ কেজি করে চাউল বরাদ্দ দিয়েছেন।
শ্রীউলা ইউনিয়নে নির্ধারিত উপকারভোগী পরিবারের মাঝে চাউল (ভিজিএফ) বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খাঁনের নির্দেশক্রমে বিতারণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইয়াছিন আলী সহ রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।