আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় পূজার ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাগেছে, কুল্যা গ্রামের মৃত্যুঞ্জয় চৌধুরীর ছেলে চিন্ময় চৌধুরী (৩) তার ঠাকুর মা নিভা চৌধুরীর সাথে ভোর ৬টার দিকে পূজার ফুল তুলতে যায়।
এ সময় ঠাকুরমার অজান্তে পুকুর ধারে ফুল তুলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মৃত দেহ পানিতে ভাসতে দেখা যায়। এরপর বেলা ১টার দিকে স্থানীয় শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চিন্ময়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।