আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পূজা দেখতে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক বন্ধুকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আশাশুনি টু চাম্পাফুল (কালীবাড়ী) সড়কের কালিবাড়ী বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। জানাগেছে, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নড়েরাবাদ গ্রামের গণেশ চন্দ্র মন্ডলের ছেলে হিরমন মন্ডল (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।
এ ছাড়াও একই গ্রামের পবিত্র মন্ডলের ছেলে সজীব মন্ডল (২১) কে আশাশুনি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের অপর বন্ধু একই গ্রামের জনার্ধন মন্ডলের ছেলে রিপন মন্ডল (২৪) কে আশঙ্খাজনক অবস্থায় আশাশুনি হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, একটি মোটরসাইকেল যোগে তারা তিনবন্ধু একত্রে বিভিন্ন মন্ডপে পূজা দেখার জন্য ঘুরছিল। দুপুরের দিকে আশাশুনি থেকে কালিগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে কালিবাড়ি মোড়ে একটি বিচুলী বোঝাই আলম সাধুকে পাশ কাঁটাতে গিয়ে তারা দূর্ঘটনার কবলে পড়ে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে হিরমন মন্ডলের মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ফায়ার সার্ভিসের এ্যাস্বুলেন্স যোগে আশাশুনি হাসপাতালে নেওয়ার ৫/৭ মিনিট পর কর্তব্যরত চিকিৎসক সজীব মন্ডলকে মৃত ঘোষণা করেন।