আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন। বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দক্ষিণ বড়দল শিববাড়ী দূর্গা মন্দির ও সার্বজনীন দূর্গা মন্দির, মধ্যম বড়দল ঠাকুর বাড়ী দূর্গা মন্দির, বড়দল বাজার দূর্গা মন্দির, ফকরাবাদ পশ্চিমপাড়া দূর্গা মন্দির, সার্বজনীন দূর্গা মন্দির ও পূর্বপাড়া দূর্গা মন্দির, বুড়িয়া সার্বজনীন দূর্গা মন্দির, গোয়ালডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের সার্বিক উন্নয়নে অনুদান প্রদান করেন তিনি। এসময় তিনি বলেন, আগামীতে আশাশুনি উপজেলাকে সুন্দর করে সাজাতে হলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীক পাবেন, তাদেরকে বিজয়ী করতে হবে। এসময় তিনি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপির চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা, আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য প্রার্থী ফরিদুজ্জামান ফরিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আজিজ, ছাত্রলীগ সভাপতি আবু রায়হান সুমন, সাবেক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহাসিন আলী লিটন, শ্রমিকলীগ নেতা হাকিম গাজীসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।