পৃথিবীটা বদলে গেছে ভীষণভাবে
গত ষাটটি বছরে;
এখন শুধুই গ্রীষ্ম সারাটা বছর জুড়ে;
দাবদাহে শরীর পোড়ে অষ্টপ্রহর।
শীত সংকুচিত এখন সপ্তাহ দু’য়ে।
তেড়ে আসে ঝড় সাইক্লোন সুনামি দূর সমুদ্র হতে,
অচেনা গতিতে।
বনানী উজাড় পুড়ে দেশে দেশে,
ফাগুন আগুন আজ কী জানি কী রোষে!
আন্টার্কটিকায় নামে ধ্বস বরফ-পাহাড়ে
আর্কটিক গলে হচ্ছে জল।
স্ফীত সাগর ধীরে ডুবাচ্ছে নাকি রে
পৃ্থিবীর সব নীচু অঞ্চল;
কোটি কোটি মানুষ উদ্বাস্তু হবার ত্রাসে।
যাবে তারা কোথায়? কোন্ দেশে?
আজ তেলে নেই তৈলাক্ততা, ঘিয়ে নেই
গন্ধ; পেঁয়াজে ঝাঁজ নেই কমলায় সুস্বাদ;
অখাদ্য চাষের মাছে সয়লাব বাজার,
ইলিশ বিস্বাদ। হাসনাহেনা হারিয়েছে
সুবাস, ফ্যাকাসে জবা। প্রকৃতিতে
এ কী বিকৃ্তি! পরিবর্তিত চরিত্র সবার!
এ নিয়ে নেই উৎকন্ঠা কারো,
নেই যেন প্রতিকার কোনো।
মহাপ্রলয় এক আসিছে ঘনিয়ে;
বাইবেলের এ্যাপোক্যালিপ্স? নাকি কেয়ামত?
মানুষের অপকর্মে আজ বিপন্ন জগৎ।
পৃথিবী্টা হয়ে গেছে ভীষণ অচেনা,
গত ষাটটি বছরে;
এখন শুধুই গ্রীষ্ম সারাটা বছর জুড়ে।
লেখক: চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত-