বিশেষ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে দেবী দূর্গার বিদায়ের সময়ে সিঁদুর খেলায় মেতেছিল সাতক্ষীরার বাঙালি রমনীরা।
আজ বেলা ১২ টার পরপরই শহরের মায়ের বাড়ি পূজা মন্দির, নারিকেল তলা পূজা মন্দির, পাটকেলঘাটা হরিসভা পূজা মন্দির ও কুমিরা আনন্দময়ী আশ্রম পূজা মন্দিরসহ বিভিন্ন স্থানের মন্ডপে মন্ডপে চলে সিঁদুর কোটা যাত্রা (সিঁদুর খেলা)।
সকালে পূর্জা অর্চনার পর দেওয়া হয় পুষ্পাঞ্জলী। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর পায়ে নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন।
শহরের বারোয়ারি পূজা মন্দিরে আসা শ্রীমতি অর্পিতা রানী নামের এক ভক্ত জানান, সিঁদুর কোটা যাত্রা (সিঁদুর খেলার) মাধ্যমে নারীরা স্বামী ও সন্তানের দীর্ঘায়ু কামনা করেন। তারা যেন ভালো থাকেন এই কামনা করেন সিঁদুর খেলার মাধ্যমে।
পূজারীরা জানান, এ বছর জেলার ৭টি উপজেলায় শত শত মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিসর্জনের মাধ্যমে শেষ হয় বাঙালি জাতির সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের মধ্য দিয়ে ধরিত্রী থেকে স্বামীগৃহে ফেরেন দুর্গতি নাশিনী দূর্গাদেবী। মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীদের মুক্ত আর দুষ্টের দমন ও সৃষ্টের কল্যাণ করবেন তিনি এমনটি আশা করেন।