কবিতা: দয়াময় প্রভু তুমি দয়া তোমার অন্তহীন,
তাইতো করি তোমার সকল গুনগান
মোদের তো পাপ সীমাহীন।
না চাইতে দিয়েছেন মাগো শ্রেষ্ঠ জীব মানবরুপে,
লক্ষ-কোটি অর্জন করেছি পুণ্য ভোগ করছি যা পরম সুখে।
বন-বনানী সাগর ভূ-ধর সৃষ্টি করে দিছেন ঈশ্বর,
মানছি নাকো তোমার আদেশ ভূলের মাঝে রয়েছি সদা।
তোমার করুণা সাগর সম চাবুক তোমার তেমন অতি,
রোধ করনে সাধ্য কার যেমন হয় বজ্রগতি।
সংকটে আজ পড়েছি মোরা কাঁদছে তাই বিশ্বধরা ,
প্রভু হে মুক্তি চাই হয়েছি মোরা পাগল পারা।
মোদের পাপের চাইতে অসীম আশীর্বাদ তোমার অতি বড়,
স্বর্গ ও মর্তলোকে তাই করুণার আঁধার হিসেবে জগৎখ্যাত তোমার পায়ে পড়ছি লুটে তুমি করো মুক্তি দান,
মহা সংকট নিরসনে তুমি শুধু আলোকবান।
পাপের বোঝা দেখনা হে কৃষ্ণ দাও গো করুনার ঝর্নাধারা ,
তার সাথে দাও পথের দিশা আমরা সে সব পথহারা।
কলমে- লেখক প্রণব মন্ডল।