বিশেষ প্রতিনিধি: শালিখা নদীতে আবারও নৌকাবাইচ এর জোয়ার এলো। পল্লীবাংলার তীরে শালিখা নদীতে মাদরা সার্বজনীন পুজা মন্দির আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্নিল এই নৌকাবাইচে ৭টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। এদের মধ্যে জয় মা কালি কুলপোতা, কপোতাক্ষ পঙ্খীরাজ চরগ্রাম, আলোকিত চরগ্রাম, জয় মা দুর্গা পুইজাল, জয় মা কালি মেশরডাড্গা, সোনার তরি সোনাবাধাল, রাজাপুর কালি মাতা মিস্ত্রী সংগ এর নাম উল্লেখিত।
পুজা কমিটির সভাপতি সজনী কুমার সরকার, পরিচালক হিরণময় মন্ডল,প্রভাষক গনিত এবং সাংগঠনিক সম্পাদক রমা কান্ত সরকার প্রমুখ ব্যক্তির নিরালস প্রচেষ্টার ফলে দীর্ঘদিন পর আজ ১৭ই অক্টোবর ২০২১ সফল ভাবে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বিচারক মন্ডলী হিসাবে দায়িত্ব পালন করেন প্রভাষক ভূদেব সরকার, সহকারী শিক্ষক দীপক কুমার মন্ডল,সহকারী প্রধান শিক্ষক রাজীব কুমার সরকার ও বিশ্বনাথ সরকার।
নবনির্বাচিত ইউপি সদস্য প্রবীর সরকার বলেন প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে হাজার হাজার দর্শনার্থী এই নৌকাবাইচ দেখতে আসেন। মনোমুগ্ধকর এই নৌকাবাইচ মাদরাগ্রামের ঐতিহ্য। অত্যান্ত দর্শনীয় শান্তিপূর্ণ এই নৌকাবাইচ এ বিজয়ী হয়ে প্রথম পুরষ্কার ১টি ফ্রিজ গ্রহণ করেন চরগ্রাম পঙ্খীরাজ।
দ্বিতীয় বিজয়ী হিসাবে ১টি এইচ ডি টেলিভিশন গ্রহন করেন সোনার তরি সোনাবাধাল, ফলাফল ঘোষনা করেন রথীন্দ্র সরকার, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এ এস পি সন্দীপ সরকার। সমগ্র অনুষ্ঠানটি ভিডিও ক্যামেরা দ্বারা কারিগরি সহায়তা প্রদান করেন লোটাস ভিডিও এর একদল সুদক্ষ কর্মী। যারা সরাসরিভাবে সম্প্রচার সহ বিজয়ী হওয়াকে নিশ্চিত করে সম্মানিত বিচারক মন্ডলীকে সহয়াতা করেন। দৈনিক বাংলাদেশ টামইমস এর ব্যবস্থপনা পরিচালক বাসুদেব দাশ জানান এই নৌকাবাইচ শালিখার ঐতিহ্য।
এটার শালিখার দুতীরের অপমার হাজারো জনসাধরনের একটি মিলনমেলা। মাদরা গ্রামের কৃতি সন্তান সাতক্ষীরা সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিব্যেন্দু সরকার বলেন করনা মহামারি সময়ে যখন এ সকল ঐতিহ্য হারাতে বসেছে তখন এ আয়োজন আবারও গনমানুষের মধ্যে আশার আলো যুগিয়েছে।
Lotus Vedio পক্ষথেকে শুভেচ্ছা।