1. admin@dainikbangladeshtimes.com : rony :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আমলকি খাবেন কেন? ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ধাক্কায় পথচারীর নিহত। ডিবি থেকে হারুনকে বদলি পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা সমাধানে পরিদর্শন করলেন এমপি ফিরোজ আহমেদ স্বপন “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ পাটকেলঘাটায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪ নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষে ফিরোজ আহমেদ স্বপন ও লায়লা পারভীন সেঁজুতি এমপিকে সংবর্ধনা আশাশুনির সাংবাদিক বাহাবুল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাসেল ভাইপারে আতঙ্কিত নয়, সচেতনতায় বেশি প্রয়োজন

শালিখার বুকে আয়োজিত হল বর্নিল নৌকাবাইচ

উৎপল কুমার সাহা ।।
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: শালিখা নদীতে আবারও নৌকাবাইচ এর জোয়ার এলো। পল্লীবাংলার তীরে শালিখা নদীতে মাদরা সার্বজনীন পুজা মন্দির আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্নিল এই নৌকাবাইচে ৭টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। এদের মধ্যে জয় মা কালি কুলপোতা, কপোতাক্ষ পঙ্খীরাজ চরগ্রাম, আলোকিত চরগ্রাম, জয় মা দুর্গা পুইজাল, জয় মা কালি মেশরডাড্গা, সোনার তরি সোনাবাধাল, রাজাপুর কালি মাতা মিস্ত্রী সংগ এর নাম উল্লেখিত।

পুজা কমিটির সভাপতি সজনী কুমার সরকার, পরিচালক হিরণময় মন্ডল,প্রভাষক গনিত এবং সাংগঠনিক সম্পাদক রমা কান্ত সরকার প্রমুখ ব্যক্তির নিরালস প্রচেষ্টার ফলে দীর্ঘদিন পর আজ ১৭ই অক্টোবর ২০২১ সফল ভাবে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বিচারক মন্ডলী হিসাবে দায়িত্ব পালন করেন প্রভাষক ভূদেব সরকার, সহকারী শিক্ষক দীপক কুমার মন্ডল,সহকারী প্রধান শিক্ষক রাজীব কুমার সরকার ও বিশ্বনাথ সরকার।

নবনির্বাচিত ইউপি সদস্য প্রবীর সরকার বলেন প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে হাজার হাজার দর্শনার্থী এই নৌকাবাইচ দেখতে আসেন। মনোমুগ্ধকর এই নৌকাবাইচ মাদরাগ্রামের ঐতিহ্য। অত্যান্ত দর্শনীয় শান্তিপূর্ণ এই নৌকাবাইচ এ বিজয়ী হয়ে প্রথম পুরষ্কার ১টি ফ্রিজ গ্রহণ করেন চরগ্রাম পঙ্খীরাজ।

দ্বিতীয় বিজয়ী হিসাবে ১টি এইচ ডি টেলিভিশন গ্রহন করেন সোনার তরি সোনাবাধাল, ফলাফল ঘোষনা করেন রথীন্দ্র সরকার, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এ এস পি সন্দীপ সরকার। সমগ্র অনুষ্ঠানটি ভিডিও ক্যামেরা দ্বারা কারিগরি সহায়তা প্রদান করেন লোটাস ভিডিও এর একদল সুদক্ষ কর্মী। যারা সরাসরিভাবে সম্প্রচার সহ বিজয়ী হওয়াকে নিশ্চিত করে সম্মানিত বিচারক মন্ডলীকে সহয়াতা করেন। দৈনিক বাংলাদেশ টামইমস এর ব্যবস্থপনা পরিচালক বাসুদেব দাশ জানান এই নৌকাবাইচ শালিখার ঐতিহ্য।

এটার শালিখার দুতীরের অপমার হাজারো জনসাধরনের একটি মিলনমেলা। মাদরা গ্রামের কৃতি সন্তান সাতক্ষীরা সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিব্যেন্দু সরকার বলেন করনা মহামারি সময়ে যখন এ সকল ঐতিহ্য হারাতে বসেছে তখন এ আয়োজন আবারও গনমানুষের মধ্যে আশার আলো যুগিয়েছে।

এই সংবাদ টি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

One thought on "শালিখার বুকে আয়োজিত হল বর্নিল নৌকাবাইচ"

  1. Lotus Vedio says:

    Lotus Vedio পক্ষথেকে শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
আমাদের এই খানে প্রকাশিত সংবাদ সম্পুর্ন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া। কোনো প্রকার মিথ্যা নিউজ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সম্পুর্ন দায়ী থাকবে নিউজ প্রেরণ কারী সাংবাদিক।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!