বিশেষ প্রতিনিধি: বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় জর্দ্দা ও ডায়াবেটিসের ক্যান্ডেল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জর্দ্দা রয়েছে ২৯৮৫ পিচ এবং ক্যান্ডেল রয়েছে ৪৯৮০০ পিচ। যার আনুমানিক বাজার মুল্য ৯ লাখ ৪৫ হাজার তিন শত টাকা। রোববার ভোর ৫ টার সময় থানার ছোট আচড়া পাকা রাস্তার উপর থেকে এ পণ্য সহ আটক করে।
আটককৃতরা হলেনঃ- বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সাহাবুদ্দিন এর ছেলে আঃ আজিজ(২৭) ও নামাজ গ্রামের আফজাল হোসেন এর ছেলে কামাল হোসেন (৪৭) বেনাপোল পোর্ট থানাার এস আই রোকনুজ্জামান বলেন গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোলের ছোটআঁচড়া পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় জর্দ্দা ও ক্যান্ডেল উদ্ধার করা হয়।
এ সময় এ পণ্যর সাথে জড়িত থাকা বেনাপোলের দুই যুবককে আটক করা হয়। তাদের নামে চোরাচালানি মামলা দিয়ে যশোর আদালতে সপোর্দ করা হয়েছে।