আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে শেখ রাসেল দিবস’২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসের শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন সহ উপজেলা প্রশাসন, বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এরপর বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমির সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম আল ফারুক, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে তাল গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।