নিজস্ব প্রতিবেদন: সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে সরকারি সহায়তার নগদ অর্থ বিতরণ উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম। আজ শনিবার সকাল ১০ টায় এই নগদ অর্থ বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদার, সেলুন, ভ্যানচালক, গরীব, অসহায়, দুস্থ মানুষের জন্য ৫০০ টাকা করে নগদ অর্থ বরাদ্দ দিয়েছেন। কুমিরা ইউনিয়নে নির্ধারিত উপকারভোগী পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার তারিফ- উল- হাসানের নির্দেশক্রমে অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান ও ৪নং কুমিরা আওয়ামী লীগের সভাপতি শেখ আজিজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ আলমগীর হোসেন, সকল ইউপি সদস্যসহ স্হানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।