আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন সপ্তাহ’২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সপ্তাহের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব প্রমুখ। অনুষ্ঠানে সর্বোচ্চ ৪৬৯টি ইঁদুরের লেজ জমা দেওয়ায় কৃষক পর্যায়ে সোদকনা গ্রামের অলোক কুমার মন্ডলকে এবং সর্বোচ্চ ৬১৯টি লেজ জমা দেওয়ায় কর্মকর্তা পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিককে পুরস্কৃত করা হয়।