শিহাবুজ্জামান,বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ২ ভারতীয় সহ ৩ বাংলাদেশী নাগরিক আটক। ১৬ জুলাই সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পদ্মশাখরা বিওপি’র সীমান্ত এলাকা হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের প্রাক্কালে ৩ জন বাংলাদেশী নাগরিক এবং ১ জন মানব পাচারকারী ও তলুইগাছা বিওপি’র সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ২ জন ভারতীয় নাগরিক আটক করা হয়।
আটককৃতরা হলো মোঃ আব্দুর রশিদ (৪৪) পিতা-মৃত সোবহান সরদার, গ্রাম-লক্ষিদাড়ী, পোষ্ট-ভোমরা, থানা ও জেলা-সাতক্ষীরা, মানব পাচারকারী মোঃ রুবেল শেখ (৩১) পিতা-মৃত আজাদ শেখ, গ্রাম-বোমবাগ, ডাকঘর ও থানা-কালিয়া, জেলা-নড়াইল, মোঃ নুরু খান (৫০) পিতা-মোঃ জালাল খান গ্রাম-বেনদারচর, ডাকঘর ও থানা-কালিয়া, জেলা-নড়াইল, মোঃ বেলাল হোসেন সবুজ (২৩) পিতা-মোঃ মুসাক সরদার, গ্রাম ও পোষ্ট-থোকরা শাহাপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, লিংকন হোসেন (২২) পিতা- মোঃ আব্দুর রহিম গ্রাম-কৈখালী রাজারহাট, পোষ্ট ও থানা- এয়ারপোর্ট, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত, মোঃ আশিক গাজী, পিতা-মৃত আতিয়ার রহমান গাজী ঠিকানা, গ্রাম-কৈখালী রাজারহাট, পোষ্ট ও থানা- এয়ারপোর্ট, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত, আটককৃত ৪ জন বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছ এবং ভারতীয় ২ জন নাগরিককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি কর্তৃক সাতক্ষীরা সীমান্ত এলাকা হতে ৪ জন বাংলাদেশী নাগরিক এবং ২ জন ভারতীয় নাগরিক আটক করার বিষয়টি লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছেন।