আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ মেশিন বিতরণ করা হয়।
২০২০-২০২১ অর্থ বছরে এডিপি এর অর্থে শ্রীউলা ইউনিয়নের ২৪ জন অসহায় দুস্থ মহিলাকে একটি করে বাটার ফ্লাই সেলাই মেশিন বিতরণ উদ্বোধন করেন, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় ইউপি সদস্য ইয়াসিন আলি ও সাবেক ইউপি সদস্য কামরুল হুদা মিলন উপস্থিত ছিলেন।