আশাশুনি প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর জীবনী আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত ফকরাবাদ বাইতুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন।
এ সময় তিনি বলেন, প্রায় এক হাজার চারশত বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলেও গিয়েছিলেন। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে একটি পবিত্র দিন। বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র এ দিনটি প্রতি বছর যথাযথ মর্যাদায় পালন করে থাকেন। এসময় তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর দেখানো পথে মুসলমানদেরকে চলার আহবান জানান।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, ফকরাবাদ বাইতুন নুর জামে মসজিদের খতিব হাফেজ মফিজুল ইসলাম ও হাফেজ মাওলানা মুজিবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, ফকরাবাদ বাইতুল আমান জামে মসজিদের খতিব আবু বক্কর সিদ্দিক ও ইউপি সদস্য প্রার্থী সাংবাদিক এসএম শরিফ। এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।