বিশেষ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা কে ঘিরে বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা, বাড়িঘর, মন্দির ভাংচুর, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলার তালা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের উদ্যোগে মানবন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ শে অক্টোবর) সকাল ৯টার সময় সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা পাঁচ রাস্তার সামনে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল পালন করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবু ইন্দ্রজিৎ সাধুর সভাপত্বিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন তালা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃ মোহাম্মদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহাবুব হোসেন মিন্টু ও পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ জহরুল ইসলাম। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লব ঘোষ, সুমন ঘোষ(রিন্টু), সনজিত চক্রবর্তী, কার্তিক আচার্য, দীপায়ন মন্ডল, অমিত কুমার ঘোষ প্রমুখ।
সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ তালা উপজেলা শাখার আহবায়ক গৌতম কর্মকার।
এসময় বক্তরা বলেন শারদীয় দূর্গাৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া ঘৃণিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ ঘটনায় সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা তাদের বক্তব্যে।