নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ডিমলা উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল।
সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষনার দ্রুত বাস্তবায়ন, সাম্প্রদায়িক সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ ভূমিকা ও সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিজয় চত্ত্বরে গণ অনশন গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩-অক্টোবর) সকাল ১১ টায় ডিমলা উপজেলা বিজয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের পোষ্ট অফিস মোড় পর্যন্ত ঘুরে পুনরায় একই স্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন।
ডিমলা উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু শৈলেন চন্দ্র রায়, যুগ্ন সাধারন সম্পাদক নিতাই কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ডিমলা উপজেলা কমিটির সহ-সভাপতি অমিও ব্যানার্জি, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত মল্লিক (হারান)
অর্থ বিষয়ক সম্পাদক নিধির চন্দ্র সরকার, সহ সাধারন সম্পাদক নিশিথ কুমার শিং, বালাপাড়া ইউনিয়নের সভাপতি দেবেন্দ্রনাথ চক্রবর্তী, ডিমলা উপজেলা ইসকন সদস্য দীনাবন্ধু মোহন্ত, বাংলাদেশ হিন্দু যুব ঐক্য পরিষদের সভাপতি হরিনাথ রায় প্রমুখ।