আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গোবিন্দপুর জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মিলাদুন্নবী (সঃ) ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত মসজিদ প্রাঙ্গনে এ মিলাদুন্নবী (সঃ) ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। গোবিন্দপুর জামে মসজিদের মুসল্লীবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর জীবনীসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, জোড়দিয়া শেখপাড়া বাইতুল আতিক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফরিদ আহমাদ আরারী, কালিগঞ্জ টাউন শ্রীপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহবুব আলম, কচুয়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু মুসা, গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আছাফুর রহমান ও ক্বারী আবু রায়হান। এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।