বিশেষ প্রতিনিধি: পাটকেলঘাটায় সরকারী পুকুরে মাছ ধরতে যেয়ে জনরোষের মুখে পড়ে পালিয়ে গেলেন সাতক্ষীরা জেলা পরিষদের মহিলা সদস্য। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৮টায়।
নির্ভরযোগ্য সূত্রগুলোর দাবী অনুযায়ী, পাটকেলঘাটার তৈলকুপী গ্রামের সরকারী বড় পুকুরে চলতি বছর জেলা পরিষদ থেকে লীজ না নিয়ে মাছ ছাড়েন পরিষদের মহিলা সদস্য মাহফুজা সুলতানা রুবী।
তৎকালিন এলাকাবাসী মাছ ছাড়তে বাধা প্রদান করলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ব্যাপারে ঐ গ্রামের বিশ্বনাথ দাশ বলেন, জেলা পরিষদের সকল পুকুর উন্মুক্ত। জেলা পরিষদ ৫ সদস্যের একটি কমিটি গঠন করে পুকুরগুলো দেখাশোনা করার জন্য। ইনায়েত মোড়ল বলেন, তারা গায়ের জোর খাটিয়ে পুকুরটি লীজ নিয়ে মাছ ছেড়েছে বলে দাবী করছে। যেটা আদেও সত্য নয়।
এ ব্যাপারে গতকাল সকালে মাহফুজা সুলতানা রুবী তার স্বামী প্রভাষক আঃ আলিম টুটুল সহ তার লোকজন জাল নিয়ে মাছ ধরতে যায়। এ সময় স্থানীয় গ্রামবাসী বাধা প্রদান করে ৯৯৯ নাম্বারে ফোন দেয়। পরে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মাছ ধরা বন্ধ করা সহ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ ব্যাপারে মাহফুজা সুলতানা রুবী বলেন, এ পুকুরটি জেলা পরিষদ উন্মুক্ত করেনি।
আমি মাছ ছেড়েছি শুধু মাত্র আমারই অধিকার আছে মাছ ধরার। তবে এব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, লীজের মেয়াদ শেষ। জেলা পরিষদ কোনো পুকুর কাওকে বন্দোবস্ত দেয়নি। যারা করছে সেটা তাদের ব্যাপার। এর দ্বায় দায়িত্ব জেলা পরিষদ নেবে না।