এম এম নুর আলম,আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর আশ্রয়ণ প্রকল্প-২ এলাকায় বিভিন্ন গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা বন বিভাগ কর্মকর্তা আওছাফুর রহমান। উপজেলা বন বিভাগের আয়োজনে নারকেল, সুপারী, ফলজ, বনজ ও ভেষজ এর সর্বমোট ৯০০ চারা রোপন কার্যক্রমের উদ্বোধনকালে এসময় আনুলিয়া ইউপি চেয়ারম্যান এর প্রতিনিধি আছাদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।