আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্কুল পর্যায়ে “ক্ষুদে ডাক্তার” কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। বুধবার সকালে তিনি আশাশুনি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি স্কুলের “ক্ষুদে ডাক্তার” টিমের কার্যক্রম ও বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান স্বাস্থ্য বার্তা ও প্রচার করেন। পরিদর্শনকালে প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডলসহ শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন।