এম এম নুর আলম,আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার।
ইউনিয়নের ৩ হাজার ৪শত ৬২ জন মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসময় ইউপি সচিব মনজুরুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান বাবু, রমজান আলী মোড়ল, সঞ্জয় সরকার, শ্বাশ্বতী সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রমের উদ্বোধনী দিনে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের চাল বিতরণ করা হয়েছে। এছাড়া আজ (সোমবার) ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং আগামীকাল মঙ্গলবার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের চাল বিতরণ করা হবে।