সিনিয়র প্রতিনিধি: আগামী মংগলবার ,২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদসহ সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বাপসনিউজ। এতে গত ১৯ অক্টোবর ,মংগলবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির ৪০-১২ বেল ব্রবাজের একটি রেস্টুরেন্টে মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবে ডেমোক্র্যাট কুইন্স সিভিল জাজ প্রার্থী নিউইয়র্কে সিটি কাউন্সিলম্যান পল ভেলনের নির্বাচনী সভায় নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী এরিক এডামসহ মুলধারার অনেক নেতৃবৃনদ যোগদান করেন।
ছবিতে নিউইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী এরিক এডামস এর সাথে এমএ করিম, এমএ সালাম, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।